সিরাজগঞ্জ

শিয়ালকোলে নারী ভোটাদের সাথে সেলিনা বেগম স্বপ্না এমপি‘র উঠান বৈঠক।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের রাজাখারচর গ্রামবাসীর আয়োজনে, নারী ভোটার নিয়ে এক উঠানবৈঠকের মাধ্যমে মতবিনিময়সভা শুক্রবার (১৬ নভেম্বর’১৮)বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলামহিলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকার নারী বান্ধব সরকার, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন উন্নত বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে হবে এবং নৌকা মার্কায়ভোট চাইতে হবে। এতে সভাপতিত্ব করেন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ শাহজাহান আলী।
উঠান বৈঠকে এলাকাবাসির মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক, মহর আলী, নিজাম উদ্দিন, আব্দুর রহমান সেখ প্রমূখ।
এসময় উপস্হিত ছিলেন, জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষিকা তানজিনা আফরিন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, ইউনিয়ন যুবলীগ নেতা ইনসাফ আলী,আবুল কাশেমসহ রাজাখারচর গ্রামের গণ্যমান্যব্যক্তিবর্গ ও প্রায় ৩’শতাধিক মহিলা ভোটার উপস্থিত ছিলেন।