সিরাজগঞ্জ

শিয়ালকোলে নিজ জমির উপর দিয়ে ড্রেন নির্মাণে বাঁধা দেয়ায় মারধর করলো তিন ভাই!

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের শিয়ালকোল ঘোষপাড়া গ্রামে নিজ জমির উপর দিয়ে অবৈধভাবে ড্রেন নির্মাণে বাঁধা দেয়ায় জমির মালিকদের উপর হামলা চালিয়ে মারধর করেছে তিন ভাই মর্মে অভিযোগ উঠেছে। এসময় ওই তিন ভাই জমির মালিককে প্রাণনাশের হুমকিও দেয়। এঘটনায় রবিবার রাতে জমির মালিক মানিক ঘোষ হামলাকারী শিয়ালকোল গ্রামের মৃত রতন ঘোষের ছেলে অপূর্ব ঘোষ, তার ভাই উজ্জল ও মলয় ঘোষের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়েরী করেছেন।

জানা গেছে, উপজেলার শিয়ালকোল গ্রামের মানিক ঘোষের জমির উপর দিয়ে জোরপূর্বক একই গ্রামের মৃত রতনের ছেলেরা ড্রেন নির্মাণের কাজ শুরু করে। এসময় মানিকের স্ত্রী এবং ছোট ভাই বাবলু ড্রেন নির্মাণে বাঁধা দিলে তিন ভাই মিলে তাদের উপর হামলা চালায়। এতে আহত হয় মানিকের স্ত্রী রীতা ও ছোট ভাই বাবলু। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। এসময় হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে মানিক ওই রাস্তা দিয়ে যাওয়া সময় তাকেও প্রাণনাশের হুমকি দেয় তারা।

এদিকে শিয়ালকোল গ্রামের ওই তিন ভাইয়ের কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ঠ ও এদের মধ্যে উজ্জল একজন এলাকায় জুয়ারু নামে পরিচিত বলেও অভিযোগ উঠেছে। তার ছোট ভাই মলয় সিরাজগঞ্জ শহরের এক ছাত্রদল নেতার নাম ভাঙিয়ে এলাকায় নিজের প্রভাব বিস্তার করেন এবং তাদের এমন অত্যাচারে তার বাবা আত্মহত্যা করেছেন বলেও অভিযোগকারী জানান।

স্থানীয় ইউপি সদস্য মনতাজ উদ্দিন জানান, ঘটনাটি জানার পরই সেখানে গিয়ে দেখি তারা ভাইয়েরা মিলে অন্যের জমির উপর দিয়ে ড্র্রেন নির্মাণ করছিল। অভিযোগ উঠেছে তাতে বাঁধা দেয়ায় তিন ভাই মিলে জমির মালিকদের উপর হামলা চালিয়েছে। তারা একজন নারীর উপর হামলা করেছে যা খুবই দুঃখজনক ঘটনা।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ঘটনাটি শুনেছি। না জানিয়ে অন্যের জমির উপর দিয়ে ড্রেন করা বেআইনী। তারপরও তারা ড্র্রেন নির্মাণ করছিল। বাঁধা দেয়ায় তারা তিন ভাই মিলে মারধর করেছে বলে শুনেছি।