তাড়াশ

শিবগঞ্জ উপজেলার সাব-রেজিষ্টার এর ওপর হামলার প্রতিবাদে তাড়াশে সাব রেজিষ্টি অফিসে প্রতিবাদ সমাবেশ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিষ্টার মো. ইউসুফ আলীকে ১০ জানুয়ারি বিকেলে নিজ অফিসে সরকারি দায়িত্ব পালনকালে শারীরিকভাবে লাঞ্ছিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ।
এদিকে সাব রেজিষ্টার ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা রেজিষ্টার ও সাব-রেজিষ্টি অফিসে সকল কর্মরত কর্মকর্তা ও কর্মচারী প্রতিবাদে বুধবার কর্ম বিরতি পালন করেছেন।
এ সময় তাড়াশ উপজেলা সাব রেজিষ্টার ফারহানা আজিজ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে অন্যাানের বক্তব্য দেন, অফিস সহকারী আব্দুস সালাম, মোহরারর,ইউনুস আলী, নকল নবিশ, শহিদুল ইসলাম, ফিরোজ হোসেন প্রমুখ ।
সভাপতির বক্তব্যে ফারহানা আজিজ বলেন, একজন উপজেলা সাব রেজিষ্টার নানা সীমাবদ্ধতার মধ্যেও সততার সাথে তাঁর দায়িত্ব পালন করে থাকেন। এক জন সরকারী কর্মকর্তা হয়ে আরেক কর্মকর্তার ওপর হামলা করা নিন্দনীয়। আমরা বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে হামলাকারী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
অপরদিকে দায়িত্বশীল ব্যাক্তিদের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার রাতে কর্মবিরতি প্রত্যাহার হলেও বৃহস্পতিবার তাড়াশ উপজেলা সাব রেজিষ্টি অফিসে তেমন কোন কাজ হয়নি। এখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা শিবগঞ্জ উপজেলার সাব-রেজিষ্টার মো. ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছিল।