সিরাজগঞ্জ

শাহীন স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্টাফ রিপোর্টার ঃ

আজ শুক্রবার সকালে শহরের হৈমবালা উচ্চ বিদ্যালয় মাঠে শাহীন স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বর্তমানে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে দুুুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। যাদের উপর এই দ্বায়িত্ব সেই তরুন সমাজ আজ একটি বিশেষ গোষ্ঠির ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে। আর যারা মাদক সেবন করে তাদের ঘৃণা না করে মাদক সেবন থেকে ফিরিয়ে এনে যারা মাদক বিক্রয় করে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। মাদকের ভয়াবহ ছোবল থেকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবিসহ সচেতন সকল স্তরের জনগণকে এক হয়ে মাদকসেবী তরুনদের ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোস্তফা কামাল খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামীম আরা, হৈমবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক আব্দুল করিম, পরিচালক নুর ইসলাম প্রমুখ ।


যেমম খুশি তেমন সাজে শাহীন স্কুলের শিক্ষার্থীরা