দেশগ্রাম

শাহজাদপুর সরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন

আজ সোমবার দুপুর আনুমানিক সময় ১২:৪০ মিনিটে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ও ঈশ্বরদী সরকারি কলেজ সহ দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচারের দাবীতে বিসিএস সাধারন শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক শাহজাদপুর সরকারি কলেজ ইউনিট মানববন্ধন করেন।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস ছাত্তার,উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আসহাবুল হক,অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুর রহমান মিলন, যুগ্ম-সম্পাদক আসমত আলী সহ অত্র কলেজের শিক্ষক বৃন্দ,বক্তব্যে বক্ত্যারা বলেন শিক্ষদের উপর যারা হামলা করেছেন তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।