শাহজাদপুর পাড়কোলা পশ্চিমপাড়া গ্রামের মিথিলা নামের ১ শিশু পানিতে ডুবে মৃত্যু
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা পশ্চিম পাড়া গ্রামের মিথিলা ( ২) নামের শিশু খালের পানিতে খেলা করতে গিয়ে মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পৌর এলাকাস্থ পাড়কোলা পশ্চিম পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত মিথিলা ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। মিথিলার বাবা মোহাম্মদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে খালের পানিতে পড়ে ডুবে যায় মিথিলা। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর খালের পানিতে মিথিলার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।