শাহজাদপুর

শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে শাহজাদপুর শহরসহ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল। জানা গেছে, ২য় ধাপে এ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষনা করার কথা রয়েছে। এ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারনায় ব্যাস্ত হয়ে পড়েছে। এবার উপজেলা নির্বাচনে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। টানা দুই বার কৈজুরী ইউপি চেয়ারম্যান হিসেবে সফলভাবে পরিচালনা করার পর এবারের উপজেলার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষনা দেয়ার পর থেকেই আনাচে কানাচে আলোচনার ঝর উঠছে সাইফুল ইসলামকে ঘিরে। মিষ্টভাষী হওয়ার কারনে শুধু কৈজুরী নয় পুরো উপজেলায় তার একটি সুনাম রয়েছে। তিনি ঠান্ডা মেজাজের হওয়ার কারনে জনগণের সাথে তার একটি সাখ্যাত রয়েছে আগে থেকেই। এ কারনে তার জনপ্রিয়তাকে কজে লাগিয়ে এবারের উপজেলা চেয়ারম্যান হিসেবে তাকে চায় তার ইউনিয়নসহ উপজেলার জনসাধারন। এ ব্যাপারে, সাইফুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনপ্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। এখন সাধারন জনগণ চাচ্ছে আমি উপজেলা চেয়ারম্যান হয়ে আসি। তাই জনগণের কথা রাখতে ও পুরো উপজেলাবাসির সেবা করতে আমি আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদন্দিতা করার সিন্ধান্ত নিয়েছি। তার পরেও দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয় তবুও দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে আমি সর্বাত্বক চেষ্টা করবো। এদিকে এই নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ ও আওয়ামলীগ নেতা শফিকুর রহমান শফি, রফিকুল ইসলাম বাবলাও মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার চালিয়ে যাচ্ছে।