শাহজাদপুর

শাহজাদপুর আসনের নবনির্বাচিত এমপি হাসিবুর রহমান স্বপনকে গনসংবর্ধনা

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের নব নির্বাচিত এমপি হাসিবুর রহমান স্বপনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২জানুয়ারি -২০১৯) দুপুরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী,পেশাজীবী, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এ গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে হাসিবুর রহমান স্বপন বিসিক বাসস্ট্যান্ডে খাদ্য গুদাম মাঠে পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে দলীয় স্লোগান দেয় ও সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসেন। এসময় বক্তব্য রাখেন হাসিবুর রহমান স্বপন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র নাছির উদ্দিন, আমিরুল ইসলাম শাহু ও রফিকুল ইসলাম বাবলা সহ অনেকেই। পরে দেশসেরা বিখ্যাত ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমস গান পরিবেশন করে। এর আগে জেমস কে স্ব-চোখে দেখার জন্য উৎসুক জনতারা ও তার গান শোনার জন্য দুপুর ১২টা মধ্যে হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সিরাজগঞ্জ জেলা সহ আশপাশের জেলা থেকেও দর্শকরা হাইস্কুল মাঠে সমবেত হন। জেমসের খ্যাতনামা পরিচিত গান দর্শকরা উপভোগ করেন।