শাহজাদপুর

শাহজাদপুরে ৮ কেজি গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতনিধি):

গোপন সংবাদের পাওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খানের দিক নির্দেশনায় এস,আই আব্দুল মান্নান সংগীয় পুলিশ ফোর্স আজ শুক্রবার ভোররাতে উপজেলার গালা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বাড়ীর পাশের বাগান থেকে ৮ কেজি ওজনের এ গাঁজার গাছ দুটি সহ বাহের মোল্লার ছেলে গাঁজা চাষকারী রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ ও এলাবাসীসুত্রে জানা যায়, রফিকুল দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছে।