শাহজাদপুরে ৩ এস আই প্রত্যাহার
দায়িত্ব অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার অপরাধে শাহজাদপুর থানার তিন উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ মঙ্গলবার সকালে তাদের প্রত্যাহার ও পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। প্রত্যাহার হওয়া উপ-পরিদর্শকরা (এসআই) হলেন- সামিউল ইসলাম. নওজেশ আলী ও আফজাল হোসেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব বলেন,‘দায়িত্ব অবহেলার বিপরীতে সার্কেল অফিসারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয় এ ধরনের নির্দেশ নেন বলে জানা গেছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানান, বিষয়টি একেবারেই প্রশাসনিক।