শাহজাদপুর

শাহজাদপুরে ৩০০ পিচ ইয়াবাসহ ৫জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার ওসি খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো, দ্বারিয়াপুর মোদকপাড়া গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, বাড়াবিল গ্রামের রয়েজ প্রামানিক এর ছেলে সামাদ, দ্বারিয়াপুর হালিয়াঘাট এলাকার মৃত ইউনুস আলীর ছেলে সজিব, মাদলা গ্রামের হযরত আলীর ছেলে তায়জুল ইসলাম, মাদলা পূর্বপাড়ার মৃত তালেব আলীর ছেলে কোরবান আলী। পুলিশ সূত্রে জানা যায়, এরা প্রত্যকে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা রয়েছে। গ্রেফতারের সময় মান্নান বিশ্বাস এর দোতলা বিশিষ্ট বসত বিল্ডিংয়ের নিচ তলার শয়ন করে ভিতরে খাটের উপরে কোলবালিশের মধ্যে থেকে ৬টি নীল রঙের পলিব্যাগের মধ্যে ৫০পিচ করে মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।