শাহজাদপুর

শাহজাদপুরে হাতেনাতে গরু চোর আটক

আবির হোসাইন শাহিন :

শাহজাদপুরে গরু চুরি করতে গিয়ে গরু চোর আটক । পরে থানা পুলিশের কাছে সোপর্দ। জানা যায়, গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বেড়াকচুটিয়া গ্রামে মোঃ ছবুর আলীর বাড়িতে পাঁচজন গরুচোর গরু চুরি করতে গেলে ছবুর আলী ব্যাপারটা বুঝতে পেরে চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসলে গরুচোররা পালানোর সময় মোঃ মারুফ হাসান ঠান্ডু (২২)নামের একজনকে ধরেফেলে বাকিরা পালিয়ে যায়। পরে শাহজাদপুর থানা পুলিশে খবর দিলে শাহজাদপুর থানার এস আই এসলাম ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে পৌছালে আটককৃত মারুফ হাসান ঠান্ডুকে গ্রামবাসী পুলিশের হাতে সোপর্দ করে ।জানা যায়, আটককৃত গরুচোর মোঃ মারুফ হাসান ঠান্ডু উপজেলার হাবিবুল্লাহ নগর ই্উনিয়নের রতন কান্দি উত্তর পাড়া গ্রামের মোঃ সিদ্দিক মোল্লার পুত্র। এঘটনায় মোঃ সবুর আলী বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর থানায় ৫জনকে আসামীকে করে একটি মামলা দ্বায়ের করেছে। আসামীরা হল ১. মোঃ মারুফ হাসান ঠান্ড(২২) ২. মোঃ আলআমিন (২১)।৩.মোঃ দুলাল হোসেন (২৫)।৪.মোঃ শুকচাঁদ (৪০) ৫.মোঃ খোকন (৩০) । আটককৃত আসামী ঠান্ডুকে গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছ।