শাহজাদপুরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান ।
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ আবির হোসাইন শাহিন
সিরাজগঞ্জের শাহজাদপুর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান। শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুরে আকস্মিক পরিদর্শনে আসেন যুগ্ম সচিব। তাকে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের আয়োজনে এ সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শিক্ষাবিদ এ,এম আব্দুল আজিজ, পৌর আওয়ামীলীদের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমুখ। এ সময় যুগ্ম সচিব হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদানর করা হয়। বক্তব্যদানকালে যুগ্ম সচিব হাবিবুর রহমান আবেগাপ্লত হয়ে বলেন আমি দীর্ঘদিন এই শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। শাহজাদপুরের মানুষ অনেক ভালো। আমি শাহজাদপুর এবং এখানকার মানুষকে ভুলিনাই। আমি যেখানেই থাকি শাহজাদপুরকে আমার মনে থাকবে। এসময় তিনি শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিকেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ ও যুগ্ম সচিব হাবিবুর রহমান। এসময় তিনি ২টি রবীন্দ্র সংগীত গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। সভাটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সদস্য নাট্য ব্যাক্তিত্ব কাজী শওকত ।