শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি ঃ
শাহজাদপুরে বগুড়া নগরবাড়ি মহাসড়কে ট্যাকলরী চাপায় এক সড়ক নির্মাণ শ্রমিক নিহত ও এক মটর সাইকেল আরোহী আহত হয়েছে । শাহজাদপুর থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সরিষাকোল যমুনা টেক্সটাইল মিলের কাছে বগুরা নগরবাড়ি মহাসড়কে তেল বোঝাই দ্রুতগামী একটি ট্যাংকলরী চায়না বেগম (৪৫) নামের একজন সড়ক নির্মাণ শ্রমিক ও একটি মটর সাইকেল আরোহীকে চাপা দেয় । ঘটনাস্থলেই চায়না বেগম মারা যায় । গুরুতর আহত মটর সাইকেল আরোহী ইব্রাহীম হোসেন(২৬) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় ।
শাহজাদপুর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে ছেরে আশা ট্যাংক লরিটির নাম্বার ঢাকা মেট্রো – ড – ১১ ১৯৫৭। জানা যায়,নিহত চায়না বেগমের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বেলকুল আলক গ্রামে ও আহত ইব্রাহীম শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা জোত পাড়া গ্রামের মোঃ শুকুর আলীর পুত্র।