শাহজাদপুর

শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গন বন্যা কবলিত

বাবুল আকতার খান, শাহজাদপুর:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত দেশের অন্যতম প্রতœতত্ব নিদর্শন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জমিদার বাড়ী রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গন এখন বন্যা কবলিত। কাছারি বাড়ির একটি অংশ খনকারের জোলা দিয়ে পানি প্রবেশ করে কাছারি বাড়ি প্রাঙ্গন প্লাবিত হয়েছে। এতে কাছারি বাড়ি প্রাঙ্গন এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত হলেও কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেল পানি দীর্ঘদিন স্থায়ী হলে কাছারি বাড়ির বাগানের অনেক ক্ষতি হয়ে যাবে এবং পরিবেশও দুষিত হবে। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সালের দিকে প্রথম শাহজাদপুর এই কুঠিবাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম।