শাহজাদপুরে বোনকে ধর্ষনের চেষ্টায় সৎ ভাই গ্রেপ্তার
আবির হোসাইন শাহিন :
শাহজাদপুরে সৎ বোনকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা দ্বায়ের । আসামী গ্রেপ্তার । আসামীকে উপজেলা আদালতে প্রেরন । ঘটনাটি ঘটেছে উপজেলার কৈজুরী ইউনিয়নের হাট প্রাচীল গ্রামে । জানা যায় , গত ২৭ জুলাই শনিবার দুপুরে মোঃ আনিছের স্ত্রী ৫ সন্তানের জননী মোছাঃ বালি খাতুন (৪০) তার নীজ বাড়িতে তার ছোট ছেলে ছাব্বীর (৩) কে নিয়ে ঘুমিয়ে পরলে আকষ্মীক ভাবে তার সৎ ভাই মোঃ ইউসুফ (এসোপ ) (৪৫) তার ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে । এসময় বালি ও তার সন্তানের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে ইউসুফ পালিয়ে যায়। এ ঘটনায় বালি বাদি হয়ে গত ৩০ জুলাই মঙ্গলবার রাতে শাজাদপুর থানায় নারী শিশু আইনে একটি মামলা দ্বায়ের করলে পরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ সামিউল ইসলাম আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে মামলার এজহার সুত্রে জানা যায়, বালি খাতুনের স্বামী গত তিন বছর ধরে বিদেশে রয়েছে সে বিদেশ যাওয়ার পর থেকেই বালির সৎ ভাই ইউসুফ বিভিন্ন ভাবে বালিকে কুপ্রস্তাব দিতে থাকে বালি তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট ইউসুফ এ ঘটনাটি ঘটিয়েছে । আসামীকে গতকাল বুধবার সকালে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে ।