শাহজাদপুরে বৈদ্যুতিক খুঁটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
মোঃ ইউনুস আলী মিঠু, শাহজাদপুর ( সিরাজগঞ্জ):
বৈদ্যুতিক খুঁটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাশী নতুন পাড়া গ্রামের এমন দৃশ্য চোখে পড়ে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এক বছরের বেশি সময় আগে বৈদ্যুতিক খুঁটি টি মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। পরে মহল্লার লোকজন একত্রিত হয়ে বাঁশ দিয়ে অস্থায়ী ভাবে ঠেকনা দিয়ে মাটি থেকে মাত্র ( ৫ থেকে ৬ ফুট) উচ্চতায় রেখে দেয়। যা মানুষের স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে,বৈদ্যুতিক খুঁটি টি মাটি থেকে (৫ থেকে ৬ ফুট) উচ্চতায় হেলে পড়ার কারণে বৈদ্যুতিক তারগুলো এলোমেলো হয়ে পড়েছে। এক্ষেত্রে ঝড় বৃষ্টির সময় শক সার্কিটের কারণে আগুন এর সৃষ্টি হয়। যার ফলে যেকোন মূহুর্তে প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে। মহল্লার লোকজন বলেন, দীর্ঘদিন আগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ শাহজাদপুর জোনাল অফিসে লিখত অভিযোগ করেছে।কিন্তু এই অভিযোগ দায়ের কারার পরও তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বর্ষার পানি বৃদ্ধি পেতে শুরু করলে, এলাকার লোকজনের ভিতর আতঙ্ক বিরাজ করে। বর্ষায় পানির উচ্চতা বৃদ্ধি পেলে বৈদ্যুতিক খুঁটি টির পুরো অংশটি পানির নিচে তলিয়ে যাবে। যার ফলে এলাকার সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। তাই এই মরণ ফাঁদ থেকে বাঁচতে, এলাকাবাসী সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ শাহজাদপুর জোনাল অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুত সময়ের মধ্যে, উক্ত বৈদ্যুতিক খুঁটি টি তুলে নতুন করে একই স্থানে সঠিকভাবে স্থাপন করা হয়।