শাহজাদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা শীর্ষক জনসচেতনা মূলক প্রচার, প্রেস ব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এ প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে ১হাজার জন দক্ষ কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে । নির্বাচনী ইশতেহার উন্নয়ন রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার জন্য ব্যাপক জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে শাহজাদপুর উপজেলা পর্যায়ে প্রচার ও প্রেস ব্রিফিং এর জন্য মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান । বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,শিক্ষাবিদ এ,এম আব্দুল আজিজ সহ আরো অনেকে। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল কলেজের প্রধান, সাংবাদিক, ব্র্যাক ও প্রত্যাশা ইনজিওর কর্মকর্তা এবং বিদেশ ফেরত সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।