শাহজাদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ট্র্যাংকলরি শ্রমিকের মৃত্যু
বাবুল আকতার খান, শাহজাদপুর ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কারিমুল ইসলাম (৩০) নামে এক ট্র্যাংকলরি শ্রমিকের মৃত্যু হয়েছে । জানাগেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বাঘাবাড়ী ঘাট বাস স্ট্যান্ডের পাশে একটি ট্যাংকলরি পার্কিং করার সময় ট্যাংকলরীর ওপর বিদ্যুতের ড্রপতার ছিড়ে পড়ে । সে সময় শাকতোলা মধ্যপাড়া গ্রামের আহম্মদ প্রামানিকের ছেলে লরির শ্রমিক কারিমুল ইসলাম বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। লরি শ্রমিক কারিমুল এসময় ড্রাইভারের দায়িত্ব পালন করছিল ।
শাহজাদপুর থানার এস আই আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক কারিমুল বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় । নিহতের স্বজনরা মামলা না করায় থানায় কোন মামলা হয়নি