শাহজাদপুর

শাহজাদপুরে বিএনপি -জামাতের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

 

জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি -জামাত চক্রের দেশ বিরোধি ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ রবিবার বিকেলে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ প্রতিবাদ মিছিলটি শাহজাদপুর আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলামিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আবদুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ভিপি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন আহমেদ প্রতিক প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ আব্দুস ছালাম বেপারি, উপজেলা যুবলীগের সাাবেক আহ্বায়ক রাজিব শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল গনি চৌধুরী শুভ্র, নেসারুল হক, ফারুক হাসান কাহার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে তখন বিএনপি -জামাত দেশ বিরোধি ষড়যন্ত্রে লিপ্ত। দেশের উন্নয়ন থামাতে তারা দেশের মধ্যে নৈরাজ্যের পায়তারা করছে।
একইসাথে বক্তারা বিএনপি -জামাতের দেশ বিরোধি ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে সতর্ক থাকার নির্দেষ দেন।

 

জহুরুল ইসলাম
শাহজাদপুর, সিরাজগঞ্জ

তারিখ : ০৬/০৩/২০২২ খ্রী.