শাহজাদপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাস-জনদুর্ভোগ চরমে
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন এলাকার বাড়ি ঘর থেকে বন্যার না নামায় অনেকেই এখনও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গবাদি পশু নিয়ে দিন কাটাচ্ছে। বাঁধের ওপর কোন ভাবে সামান্য ছাউনি করে আশ্রয় নেয়া শত শত গরু আর মানুষ এক সাথে বসবাস করছে। এতে জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। বাঁধে আশ্রয় নেয়া মানুষদের সাথে কথা বলে জানা গেছে , বৃষ্টি শুরু হলে দুর্ভোগ আরো বাড়বে । গত ৮ দিন ধরে কৈজুরি ইউনিয়নের জয়পুরা থেকে গালা ইউনিয়নের ভেড়াকোলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নতুন বন্যানিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে শত শত পরিবার । বাঁধে আশ্রয় নেয়া পরিবার গুলো এখন মানবেতর জীবন যাপন করছেন। গত মঙ্গলবার বন্যা নিয়ন্ত্রণ নতুন বাঁধটির কৈজুরি ইউনিয়নের জগতলায় দেখা গেল গরু ছাগল হাঁসমুরগী নিয়ে সবাই এক সাথে বাস করছে । বাঁধে আশ্রিতদের খোঁজ খবর নেয়ার কেউ নেই । এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জেন্দার আলী জানান,বাঁধে আশ্রিত ১২শ পরিবারের জন্য ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। তবে বাঁধে আশ্রিতরা অভিযোগ করেন চাহিদার তুলনায় ত্রান সামগ্রী অপ্রতুল ।
এ বিষয়ে জগতলা বাঁধে আশ্রয় নেওয়া গরুর ব্যাপারি সেলিম হোসেন(২০) জানায়,বন্যায় বাড়িঘরে পানি উঠে পরায় নিরুপায় হয়ে গত এক সপ্তাহ ধরে ১২টি গরু নিয়ে নতুন বাঁধে আশ্রয় নিয়েছি। একই ভাবে একই এলাকার নাসিন উদ্দিন(৬৫) তার ৩টি গরু ও ৩টি ছাগল, আলাউদ্দিন(৫৪) তার ৩টি গরু,রজিনা খাতুন(২৪)তার ৩টি গরু,হাঁস- মুরগী ও ২টি ছাগল,জালাল উদ্দিন(৬০) তার ২টি গরু, আলামিন হোসেন(৩০) তার গরু ৪টি,নজির মোল্লা(৫৫), তার ৩টি গরু ও আবু বক্কার(৫০) তার ৪টি গরু নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। বাঁেধে আশ্রিতরা জানান কোন ভাবে মানুষের খাবার জোগার করা গেলেও গোখাদ্যের চরম সংকট রয়েছে । এ দিকে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, যমুনা নদী তীরবর্তী এলাকার জন্য এ যাবত মাত্র ৫ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। চাহিদার তুলনায় তা অপ্রতুল ।