শাহজাদপুর

শাহজাদপুরে বন্যার পরিস্থিতি অবনতি ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বাবুল আকতার খান, শাহজাদপুর:

উজানের ঢল ও ভারি বর্ষণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বন্যার পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। ইতিমধ্যেই উপজেলা কৈজুরী, সোনাতনী, খুকনী, গালা ও জালালপুর এ সকল ইউনিয়নে বন্যার পরিস্থিতি দিনদিন আরও অবনতি হচ্ছে। বহু গ্রাম তলিয়ে গেছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন । বুধবার বিকেলে জালালপুর ইউনিয়নের বাওইখোলা গ্রামে ৪শ’ পরিবারের মধ্যে নিজ হাতে বানভাসী অসহায় দুস্থ্য মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউনিসেফ প্রতিনিধি আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান হাজী সুলতান উদ্দিন, পরে বিভিন্ন বন্যায় প্লাবিত গ্রাম সরজমিন পরির্দশন করেন।