শাহজাদপুরে বজ্রপাতে মহিলার মৃত্যু।
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে সখিনা বেগম (৩৩)নামে এক মহিলা নিহত হয়েছেন। আজ রবিবার বিকাল ৪ টায় উপজেলার বেলতৈল ইউনিয়ের চর বেতকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। সখিনা চর বেতকান্দি গ্রামের শহিদ আলীর স্ত্রী। স্থানীয়রা জানায় বিকালের দিকে তীব্র বৃষ্টির সাথে ব্রজপাত শুরু হয়। এ সময় ফাঁকা মাঠের ভিতর মাটি আনার জন্য বাহিরে গেলে বজ্রপাতের শিকার হয় সখিনা বেগম। দ্রুত চিকিৎসার জন্য এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান সখিনা বেগম। ওই গ্রামের আব্দুল লতিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।