শাহজাদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে আহত ৩, গ্রেপ্তার ৩
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
শাহজাদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে তিন জন আহত তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার সময় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে বাছাই পর্বে ফুটবল খেলায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া উচ্চবিদ্যালয় ও চিথুলিয়া রাবেয়া মজিবর উচ্চ বিদ্যালয়ের খেলা চলছিল। এ সময় রেফারি চিথুলিয়া দলের বিপক্ষে ফাউল ধরায় দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায় । খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
এ ঘটনায় চিথুলিয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়ের তিন জন আহত হয়। আহতদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আহতরা হলেন,দশম শ্রেনীর ছাত্র হাবিব, শামিম রেজা ও নবম শ্রেনীর ছাত্র বারিক। এ ঘটনায় থানা পুলিশ চিথুলিয় স্কুলের দুইজন ও পোতাজিয়া স্কুলের একজনকে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত )শহীদুল ইসলাম বলেন, খেলা কমিটি চাইলে গ্রেপ্তারকৃতদেরকে ছেড়ে দেয়া হতে পারে।
এ ব্যাপারে খেলা কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস বলেন, খেলা পরিচালনা কমিটির নিয়ম ভঙ্গের দায়ে ওই দু-দলকেই বাছাই পর্ব থেকে বহিস্কার করা হয়েছে।