শাহজাদপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের সংবাদকর্মীদের অবহিতকরণ ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্ত করণ প্রকল্পে সামাজিক ক্ষমত্য়ান কর্মসূচির আওতায় ব্র্যাকের শাহজাদপুরে কর্মরত সংবাদকর্মীদের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে ব্র্যাকের উদ্যোগে এ অবহিতকরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয় । ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদেও চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক অনুপম সেনগুপ্ত,সেক্টও স্পেশালিষ্ট উৎপল মন্ডল, জেলা ব্যবস্থাপক পংকজ বিশ্বাস,সাংবাদিক বিমল কুমার কুন্ড ও আতাউর রহমান পিন্টু । অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ব্র্যাকের আঞ্চলিক পরিচালক জিল্লুর রহমান ।