শাহজাদপুরে ট্রাক বোঝাই নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত
জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক বোঝাই নিষিদ্ধ চায়না দোয়ার পুড়িয়ে ধ্বংস করেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ১টি পিকআপ গাড়ি(ঢাকা মেট্রো ন ২০- ০২৮৫) ভর্তি নিষিদ্ধ চায়না দোয়ার জাল পাইকারি হাট থেকে শাহজাদপুর পৌরসভার সামনে দিয়ে এনায়েতপুরে যাচ্ছিল, এমন সময় মৎস্য কর্মকর্তা বিষয়টি জানতে পারলে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাসুদ হোসেনকে জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটককৃত গাড়িটি এনায়েতপুরের হাজী দুলাল এর পুত্র ইয়ামিন হোসেন। এনায়েতপুর বাজারে কারেন্ট জাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ইয়ামিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা, পৌরসভার একাধিক কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের সামনে নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ার জাল পুড়িয়ে দেন ভ্রম্যমান আদালত।