শাহজাদপুর

শাহজাদপুরে চলছে পোনা মাছ নিধন।

শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

বন্যার পানি প্রবেশের শুরু হতে শাহজাদপুরের সরকারি বিভিন্ন নদী,খাল-বিলে পোনা মাছ ধরছেন জেলেরা।      খেয়া, ধর্ম, বাদাই জাল দিয়ে  প্রতিদিন-রাতে  মাছধরছেন     নিবন্ধনকৃত জেলে ছাড়াও মৌসুমি  জেলেরা।  সর্বত্র পোনা মাছ নিধনের মহা উৎসব।   কাতল, পুঁটি, টেংরা, বাইম, পাবদা, বোয়াল মাছের পোনা বড় বড় ধর্মজাল, বেড়িজাল দিয়ে অবাধে নিধন করা হলেও প্রশাসনের এখন পর্যন্ত যেন নজর পড়েনি,  হয়নি হস্তক্ষেপ।   যার ফলে প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা।   উপজেলার হাট- বাজারগুলোতে প্রকাশ্যে এসব পোনা মাছ বিক্রি করা হচ্ছে।   চলতি জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৩ মাস পোনা মাছ ধরা সরকারিভাবে নিষিদ্ধ থাকলেও তা মানছে না কোন জেলেই। এমনকি নিবন্ধনকৃত জেলেরাও রীতিমত জড়িয়ে আছে পোনা মাছ নিধনের সাথে। প্রতি বছর বর্ষা মৌসুমে পোনা মাছ নিধনের অপরাধে জেলেদের জাল পুড়িয়ে দেয়া এবং ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হলেও এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালনা করা হয়নি। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জানান, শিগগিরই পোনা মাছ নিধন রোধে অভিযান পরিচালনা করা হবে। জনবল সঙ্কটের কারণে সময়মত অভিযান পরিচালনা করা সম্ভব হয়না। তবে সাধারণ মানুষ মনে করে এখনই পোনা মাছ নিধন অব্যাহত থাকলে মাস দু’য়েক পর বড় মাছের সঙ্কট দেখা দিতে পারে। তাই পোনা মাছ ধরা বন্ধের এখনই উপযুক্ত সময়। দ্রুুত এ মাছ ধরা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মানুষেরা।