শাহজাদপুরে ঘর তোলাকে কেন্দ্র করে ১জন খুন, গুরুতর আহত ১
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
বিরোধপূর্ন জায়গাতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে শাহজাদপুরে ১জন নিহত ১ জন গুরুতর আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়
শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে । পুলিশ ও এলাকাাবাসী জানায় চরাচিথুলিয়া গ্রামের চাঁদ আলী ফকির ও তার চাচাতো ভাই গাজী ফকিরের মধ্যে বাড়ির জায়গা নিয়ে আদালতে মামলা চলছিল । বৃহস্পতিবার নালিশী জমির ওপর গাজী ফকির জোড় করে ঘর তুলতে গেলে চাঁদ আলী ফকির বাধা দেয় । এ দিন সন্ধ্যায় গাজী ফকির ও তার ভাই রশীদ ফকির লোকজন সাথে করে দেশীয় অস্ত্র নিয়ে চাঁদ ফকিরের (৫০ ) উপর হামলা চালায়। এ সময় ভাইকে রক্ষা করতে এসে আলম ফকির(৫৫) হামলার শিকার হন । গুরুতর আহত চাঁদ ফকির ও আলম ফকির (৫৫) কে পাশের উপজেলা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কতৃপক্ষ চাঁদ ফকির কে মৃত ঘোষনা করে । তবে আলম ফকিরকে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । তার অবস্থা সংকটাপন্ন । খবর পেয়ে রাতেই শাহজাদপুর থানার ওসি ( অপারেশন ) আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন । লাশের সুরতহাল রির্পোট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয় । এদিন রাতেই নিহত চাঁদ আলী ফকিরের বড় ছেলে সুজন ফকির নিজেই বাদী হয়ে ১২ জন সহ আরো ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি । এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।