শাহজাদপুর

শাহজাদপুরে গাঁজা ও হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) পুড়িয়া হেরোইন ও ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনা গাঁজাসহ মোছাঃ মরিয়ম বেগম টুলটুলি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শাহ্জাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাশুরিয়া গ্রামে এস এম আব্দুস ছাত্তার সনজুর বসত বাড়ীর চার চালা টিনের শয়ন ঘর হইতে ১২০ (একশত বিশ) পুড়িয়া হেরোইন ওজন ১২ (বারো) গ্রাম এবং ২০০ (দুই শত) পুড়িয়া শুকনা গাঁজা ওজন ৫০০ (পাঁচশত) গ্রাম এবং হেরোইন ও গাঁজা বিক্রিত নগদ ৪৩,৩৬০/- ( তেতাল্লিশ হাজার তিনশত ষাট) টাকাসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ মরিয়ম বেগম টুলটুলি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ মরিয়ম বেগম টুলটুলি (৪৫), স্বামী- এস এম আব্দুস ছাত্তার, ঠিকানাঃ গ্রাম- চর বাসুরিয়া, উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা –সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৩৬(১) সারনীর ১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।