শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে ভাটা শ্রমিকের আত্মহত্যা
জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধ ভাটা শ্রমিক খোকা মোল্লা (৬৫) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। খোকা মোল্লা জগন্নাথপুর গ্রামের মৃত পরান মোল্লার ছেলে। গতকাল সোমবার ভোরে ব্রজবালা নেদুরপাড়া ডোবারপাড়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পথচারীরা খোকাকে দেখতে পেয়ে এলাকাবাসী গিয়ে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা যায়, দেনা ও অভাবকে কেন্দ্র করে পারবারিক মনমালিন্যের জেরধরে গত রোববার রাত থেকেই সে নিরুদ্দেশ ছিল। আর সোমবার সকালে তার ঝুলন্ত লাশ পেল পরিবার।
শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে । পরে তদন্ত সাপেক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দিয়ে আসা হয় বলে জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।
