শাহজাদপুরে কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য আটক ৩
আবির হোসাইন শাহিন ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি ঃ শাহজাদপুরে এক কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য আটক ৩ জন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে. সিরাজগঞ্জের শাহজাদপুরে ধর্ষনের পর হত্যার উদ্দেশ্যে বিষ খাওয়ানো হয়েছে পলি খাতুন ( ১৫ ) নামে এক কিশোরীকে । ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ মধ্যপাড়া গ্রামে । এলাকাবাসী ও নিহত স্বজনদের কাছ থেকে জানা গেছে ,যুগ্নীদহ গ্রামের সাইফুল ইসলামের কন্যা পলি খাতুন এদিন বিকেলে বাড়ি থেকে একটু দূরে জমি থেকে শাক তুলতে গেলে একই গ্রামের রাজ্জাকের ছেলে আতিক (১৫) , শহীদের ছেলে মনিরুল (১৫ ) ও আকতারের ছেলে নাহিদ (১৮ ) এর নেতৃত্বে কয়েকজন মিলে পলিকে ফাঁকা মাঠে একা পেয়ে ঝোঁপের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পলির মুখে কীট নাশক (বিষ) ঢেলে ঝোপের আড়ালে ফেলে রেখে চলে যায় । পলির জ্ঞান ফিরে এলে সে আশংকা জনক অবস্থায় বাড়ি এসে ঘটনাটি বাড়ির লোকদের জানায় । এদিন পলিকে মূমুর্ষবস্থায় প্রথমে শাহজাদপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ওখান থেকে ফেরত দিলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা বগুড়া নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । তবে বুধবার সকালে শাহজাদপুর থানার এস আই নুরুল হুদা জানান, সুরাতহাল রির্পোটে প্রাথমিক ভাবে ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি । ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে । এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরী হয়েছে ধুম্রজাল। এ ঘটনার সাথে সন্দেহভাজন জড়িতরা বাসায় না থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।অপর দিকে এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার নরিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর আব্দুল জলিলসহ ফিরোজুল ইসলাম ও নুরমোহাম্মদ মুন্সী নামের তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এলাকাবাসীর দাবি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া ।