শাহজাদপুরে করোনা হতে মুক্তি পেতে আলোচনা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস হতে মুক্তি পেতে সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রোববার বাদ এশা উপজেলার গোপিনাথপুর শহীদ মিনার চত্ত্বরে একুশে টেলিভিশনের সামাজিক সেবা সংগঠন একুশে ফোরামের উদোগে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফজলুল হক ডনু, ফোরামের উপদেষ্টা টেলিভিশনের প্রতিনিধি স্বপন মির্জা, সদস্য অধ্যক্ষ আতিকুল ইসলাম ফজলু, সাইদুল ইসলাম, মিজানুর রহমান মজনু, ইসমাইল হোসেন, সেলিম রেজা, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একমাত্র সচেতনতাই পারে বাংলাদেশ সহ পৃথিবীকে করোনা ভাইরাস মুক্ত রাখতে। এ লক্ষে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহন করেছে। আমাদের সবাইকেও এ বিষয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এ রোগের কোন রকম উপসর্গ দেখা মাত্রই চিকিৎসক তথা কর্তৃপক্ষকে জানাতে হবে। তাকে সুস্থ্য করতে হবে। এখন নিজেরা সচেতন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানানো ছাড়া আমাদের কোন উপায় নেই। পরে স্থানীয় মুরুব্বী মাওঃ আব্দুল আজিজের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মসুল্লীসহ বিভিন্ন পেশাজীবিরা অংশ নেন।