শাহজাদপুর

শাহজাদপুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে ২ জন।

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

প্রথম ধাপে আগামী ১০ মার্চ উপজেলা নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে চেয়ারম্যান পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে ২ জন। জানাগেছে, শাহজাদপুর উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিলো সোমবার। এদিন মোট ৫ জন মনোনয়ন জমা দেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, জাতীয় পার্টি থেকে মোক্তার হোসেন ও জাসদ থেকে উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি মনোনয়নপত্র জমা দিয়েছে। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এলিজা খান মনোনয়ন জমা দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন সিরাজগঞ্জে মনোনয়ন জমা দেন। বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দি মনোনয়ন জমা দেননি ফলে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হচ্ছেন।