শাহজাদপুর

শাহজাদপুরে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা ও বেশকয়েজন বিএনপি’ নেতাকর্মী যোগদান।

শাহজাদপুর প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর’১৮)বিকেলে শাহজাদপুর সরাকারি কলেজ মাঠে আওয়ামীলীগের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপন এমপি। এসময় বিএনপি থেকে বেশ কয়েকজন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও এ নির্বাচনী জনভায় বক্তব্য রাখেন , উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য এড. শেখ আব্দুল হামিদ লাভলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, সাবেক ভিপি আব্দুর রহিম , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু। এছাড়াও বক্তব্য রাখেন,বিএনপি থেকে আওয়ামীলীগে সদ্য যোগদানকারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির, তাতীঁ দলের সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রামানিক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিকল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুনাম, সধারন সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল প্রমুখ। উক্ত সভায় বক্তারা দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।