শাহজাদপুরে অপহরনের ৭ দিন পর অপহৃত উদ্ধার।
আবির হোসাইন শাহীন ,(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
শাহজাদপুর অপহরনের ৭ দিন পর অপহৃত উদ্ধার।অপহরনের ঘটনায় ৬ জনকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দ্বায়ের । আসামীরা পলাতক রয়েছে। মামলার এজহার সুত্রে জানা যায়, গত ১২ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার পৌরজনা ইউনিয়নের বড় বাচরা গ্রামের মোঃ রশিদ ব্যাপারির কন্যা মোছাঃ খাদিজা খাতুন (১৬) অপহরন হয়। অনেক খোজাখুজির পর খাদিজাকে না পেয়ে গত ১৭ এপ্রিল বুধবার খাদিজার পিতা বাদী হয়ে একই গ্রামের ৬ জনকে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দ্বায়ের করে। আসামীরা হল,মোঃ বিদ্যুত হোসেন (২৫), মোঃ রাসেল (২৮),মোঃ রাকিব (২৬) ,মোছাঃ রাশিদা খাতুন(৩০) ,মোঃ সাজু (১৮),ও মোঃ রওশন ব্যাপারী (৬০) ।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহজাহান অপহরনের ৭ দিন পর আজ শুক্রবার সকালে শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ড থেকে অপহৃত খাদিজাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে সাংবাদিকরা খাদিজাকে জিজ্ঞাসাবাদ করলে খাদিজা মুখ খোলেনি।এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই শাহজাহানকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে আসামীরা পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।