শাহজাদপুরে অন্ত:স্বত্বাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনীদহ গ্রামে নয়নতারা নামের ৮ মাসের অন্ত:স্বত্বা গৃহবধুকে তার স্বামী, শ্বশুর ও শ্বশুরী নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের স্বজনেরা অভিযোগে জানান, ‘নয়ন তারাকে তার পাষন্ড স্বামী রাকিব (২৫) ও শ্বশুর-শ্বাশুরী নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে ওড়না দিয়ে পেচিয়ে ঝুলিয়ে রেখে এটিকে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনার পর থেকে নয়ন তারার স্বামী রাকিব শ্বশুর-শ্বাশুরী পালিয়ে যাওয়ায় তাদের সন্দেহ হয়। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে এটি হত্যা বলে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দাখিল করে। অভিযোগ সূত্রে জানা যায়,শাহজাদপুর উপজেলার খারুয়াজোংলা গ্রামের মালেক বিশ্বাসের মেয়ে নয়ন তারার (২০) দেড় বছর আগে একই উপজেলার যুগনীদহ গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ রাকিবের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নয়ন তারার স্বামী,শ্বশুর-শ্বাশুরী নানাভাবে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। নয়ন তারার স্বামী রাকিব এলাকায় চিহ্নিত মাদক সেবনকারি হিসেবে পরিচিত।বুধবার ভোরে বাপের বাড়ি থেকে নেশার টাকা এনে দেয়ার দাবীতে নয়নতারার উপর তার মাদকাসক্ত স্বামী রাকিব নির্মম ভাবে নির্যাতন চালায়। এর এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিহতের ভাই মাসুদ বিশ্বাস দাবী করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই মোঃ নূরুল হুদা জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।