শাহজাদপুর

শাহজাদপুরে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ, তার বয়স আনুমানিক (৩০) বছর।

ঘটনাস্থল শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ভেন্নাগাছি গ্রামে গিয়ে দেখা যায়, আজ শনিবার সকালে গ্রামবাসীরা উক্ত গ্রামের আব্দুর রাজ্জাক ও আব্দুল মান্নানের জমিতে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে শাহজাদপুর থানার পুলিশ ও সিরাজগঞ্জ পিবিআই এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। লাশের পাশে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের লিফলেট পাওয়া যায়।

পিবিআই এর একজন কর্মকর্তা জানান, খুনের ধরণ দেখে মনে হয় প্রথমে গলায় কিছু পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়। এবং পরে গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়।