শাহজাদপুরের প্রিয় মুখ হেলাল আকন্দের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ খায়ের ইবনে ওয়ালিদ বিন হেলাল আকন্দ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ মার্কেট কাকলী মার্কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল শেখ, পৌর বিএনপির সাধারন সম্পাদক হাবিবুল হক সাব্বির, তাঁত শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ওমর ফারুক, হাজী হায়দার আলী, সোনা মিয়া । স্থানীয় মুসুল্লিসহ আরো উপস্তিত ছিলেন লেফটেন্যান্ট সায়েদ, লেফটেন্যান্ট ওয়ালি, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আকন্দ তারা,জুয়েল আকন্দ, শামিম আহম্মেদ, ফারুক হাসান কাহার, জীবন আহম্মেদ, জুয়েল রানা, মামুন আকন্দ, আব্দুল হাকিম প্রমুখ ।
ভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উলেক্ষ্য গত ২০১৪ সালের ১৯ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। তাঁর আত্মার শান্তি ও মাগফেরাতের জন্য তাঁর সন্তান ও পরিজনেরা সকলের কাছে দোয়া চেয়েছেন।