শাহজাদপুর

শাহজাদপুরের এমপি মহোদয়ের ডিয়লেটার জালয়াতি চক্র পুলিশের হাতে সোপাদ্ধ

শাহজাদপুরের মাননীয় জাতিয় সংসদ সদস্য আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন এমপি মহোদয়ের ডিয়লেটার জাল করে বিভিন্ন চাকরির জন্য সুপারিশ করা হয়, ও সেচের লাইনের জন্য ডিয়লেটার দিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা বানিজ্য করে।

জালিয়াত চক্র কম্পিউটার দোকান আসামী জিজ্ঞাস করলে তিনি জানান উপজেলা উপসহকারি কৃষি কর্মকতা মিলন তাকে এই কাজ গুলো করান বলে আসামী জানান।

শাহজাদপুর যুবলীগ নেতা আশিকুল হক দিনার এর নেতৃত্বে একটি টিম এই চক্রকে ধরার জন্য অনেক দিন ধরের চেস্টা করছে কিন্তু শেষ পযন্ত আজকে ধরা পড়েছে, ভ্রমমান আদালত সেখানে উপস্থিত হয়ে ৬ মাসের কারাদন্ড দেন।

প্রতিনিধি,মোঃ রাসেল শেখ