সিরাজগঞ্জ

শালুয়াভিটা হাট হতে যমুনা নদীর  জাটকা বিক্রিকালে ৩ জনকে আটক ও মাছ এতিমখানায় বিতরণ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলা  শালুয়াভিটা হাট হতে যমুনা নদীর টাটকা জাটকা বিক্রিকালে ৩ জনকে আটক  এবং আটক জাটকা ইলিশ মাছ  এতিমখানায় বিতরণ করা হয়েছে ।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী)  বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাটে   সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে শালুয়াভিটা হাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত হাট হতে ৩ জন বিক্রেতাকে ১১ কেজি জাটকা সহ আটক করা হয়। ভবিষ্য এ আর কখনও জাটকা ধরবেনা ও বিক্রি করবেনা এ শর্তে আটককৃত ৩ জন ছেড়ে দেয়া হয় এবং আটককৃত জাটকা সিরাজগঞ্জ পাওয়ার হাউজ লিল্লাহ বোডিং মাদ্রাসায় বিতরণ করা হয়। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসাইন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন এবং ক্ষেত্র সহকারী  মোঃ গোলাম রাব্বি ও মোঃ আলিফ হোসেন।