শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য ভাবে পালনে প্রস্তুতি মূলক সভা।
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয়ের হল রুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য ভাবে পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। রাত ১২টা ১মিনিটে শহিদ স্মরণে পুস্পোমাল্য অর্পণ, যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ,আগামী ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত ৫দিন ব্যাপী সিরাজগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গণে বই মেলা উদযাপনে অংশ গ্রহন, শুদ্বভাবে দেশাত্মবোধক গান পরিবেশনায় বিভিন্ন স্কুলে স্কুলে প্রশিক্ষণ, শিল্পকলা একাডেমীর আয়োজনে শুদ্ধ বাংলা উচ্চারণে প্রশিক্ষণ, শিশু একাডেমীর আয়োজনে সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবশনায় প্রভাত ফেরী ও সন্ধ্যা ৬ টায় মুক্তির সোপানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় ।