সারাদেশ

লালুর হোটেলে রুটি খেয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে হোটেলের খাবার থেকে সংক্রমনে ৬০ জন অসুস্থদের মধ্যে থেকে সবজী ব্যাবসায়ী ইউনুছ আলী (৫০) নামে এক ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ইউনুস আলী সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের মৃত ওসিম উদ্দিন ভাংগী’র ছেলে।গতকাল মঙ্গলবার(০৮জুন) রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার তার মৃত্যু হয়েছে বলে আজ বুধবার নিহতের পরিবার পরিজন নিশ্চিত করেছেন।

স্থানীয় ও অসুস্থ পরিবার পরিজন সুত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকার লাল মিয়া (লালু) এর হোটেলে গত সোমবার (৭ জুন ) স্থানীয় লোকজন সকালে রুটি ও ডাল সহ বিভিন্ন প্রকার তৈরী করা খাবার খান। ওই হোটেলে খাবার খেয়ে দুপুরের পর থেকে খাবার গ্রহনকারীদের পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা দেখা দিলে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে কাচামাল ব্যবসায়ী ইউনুছ আলী ও আব্দুল আজিজ এর অবস্থার অবনতি দেখা দিলে তাদের দু জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন দায়িত্বরত চিকিৎসক। একই গ্রামের আব্দুল আজিজ চিকিৎসাধীন থাকলেও গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউনুছ আলী মারা যান।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আতংক সহ সুখের ছায়া নেমে আসে। এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদল জানান, লাল মিয়া লালুর হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সবজী ব্যবসায়ী ইউনুস আলী কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যর ত ডাক্তার ময়মনসিংহ হাসপাতালে পাঠালে গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাহেদুর রহমান জানান, হোটেলের খাবার থেকে সংক্রমনে অসুস্থরা চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে। বর্তমানে ইসমাইল হোসেন(৪০) নামে একজন ভর্তি রয়েছে। শুনেছি ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে এবং একজন চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য যে,গত ৭ জুন হোটেলের খাবার খেয়ে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। পঞ্চপীর বাজার এলাকার লালু মিয়ার হোটেলে সকালে রুটি-ডাল খাবার খেয়ে একে একে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী লোকজন অসুস্থ হয়ে পড়ে।