লটারির নামে চলছে রমরমা জুয়া, আসক্ত হচ্ছে ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ।
নিজস্ব প্রতিবেদক ঃ খায়রুল ইসলাম
বেলকুচি ও কামারখন্দ বাসীর কাছে এখন আতঙ্কের নাম দৈনিক চাওয়া থেকে পাওয়া র্যাফেল ড্র। একজন দিনমজুরের সারাদিনের আয় দৈনিক চাওয়া থেকে পাওয়া নামে লটারির টিকিট কেটে রাতে ফতুর হয়ে বাড়ি ফিরছেন। গ্রামের নারীরা নানা জিনিসপত্র বেঁচে চাওয়া থেকে পাওয়ার টিকিট কিনছেন।কোমলমতি শিশুরাও ঝুঁকছে উল্লাসে। রাতে ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে চাওয়া থেকে পাওয়া লটারী। বৈশাখ মেলা উপলক্ষে সিরাজগঞ্জ বেলকুচিতে চলছে অবৈধ লটারির রমরমা ব্যবসা।প্রতিদিন প্রকাশ্যে লাখ লাখ টাকার লটারির টিকিট বিক্রি হচ্ছে। শতাধিক ইজিবাইকের মাধ্যমে জামতৈল,বেলকুচি মুকুন্দগাঁতী, সমেশপুর, রাজাপুর, চৌবাড়ী, কামারখন্দ, রসুলপুর, কান্দাপাড়া, বানিয়াগাতী, তামাই, কাজিপুরা সহ সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও কামারখন্দ উপজেলার বিভিন্ন বাজারসহ গ্রাম-গঞ্জে অবৈধ এই লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ লোকজনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকা।শুধু অবৈধ লটারির টিকিট বিক্রিই নয়, তা আবার আইন লংঘন করে কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারও করা হচ্ছে। এ প্রক্রিয়ায় টিকিট ক্রেতাদের ৭-৮টি মোটরসাইকেলসহ লোভনীয় পুরস্কারের কথা বলে টিকিট কিনতে প্রলুব্ধ করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নআয়ের লোকজন।একইভাবে শিশু-কিশোরদের ও লটারির নামে জুয়ায় আসক্ত করা হচ্ছে। শুরুর দিন থেকেই এর মূল বিষয় হয়ে ওঠে দৈনিক চাওয়া থেকে পাওয়া লটারি। মেলায় রয়েছে প্রায় শতাধিক বিভিন্ন পণ্যের স্টল। তবে এই মেলা হয়ে উঠেছে মূলত লটারি কেন্দ্রিক। এছাড়াও চলছে সার্কেস এর নামে অশ্লীল যাত্রা। প্রতিদিন লাখ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা।দেখা যায়, প্রতিরাতে একজন ঘোষক মেলামঞ্চে বিচিত্র সম্বোধনে শিশুদের ব্যবহার করে লটারির ড্র পরিচালনা করছেন যা সরাসরি প্রচার করা হচ্ছে কেবল টিভির মাধ্যমে। স্থানীয়রা বলছেন, এ মেলা এক মাস চললে এলাকার নিম্নআয়ের লোকজন নিঃস্ব হয়ে যাবে। স্কুল কলেজের ছেলে-মেয়েরা বিপথে চলে যাবে। অবৈধ এ লটারি এখনই বন্ধ করা উচিত।