র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত ডাকাত নিহত
গতকাল সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহাম্মদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল রাতে এই ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল রাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল র্যাব-৫। রাত দেড়টার দিকে শিবগঞ্জ-চৌডালা সড়কের মোহাম্মদপুর-ত্রিমোহনী এলাকার পাইকড়তলা মোড়ের কাছে এলে কিছু দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে র্যাবের গাড়ি বুঝতে পেরে তাঁরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।