র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত মাদক ব্যবসায়ী নিহত
গতকাল মঙ্গলবার রাতে র্যাব-১১-এর সঙ্গে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। আজ বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।মুন্সিগঞ্জের মীরকাদিমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব বলছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাব বলছে, নিহত ব্যক্তির নাম মালেক (৪৫)। তিনি একজন মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে ইয়াবা বড়ি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।