সারাদেশ

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কর্তৃক ইয়াবা এবং মোটর সাইকেল সহ ১জন আসামী গ্রেফতার।

গত ইং ০৯/০৩/২০২১ তারিখ রাত্রী ২১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি
আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন বার পাকিয়া সাকিনস্থ
দক্ষিণ পাড়া খা বাড়ি মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত পুকুরের পশ্চিম পাশে
পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী রিপন খান (৩৬), পিতাঃ
আঃ ওহাব খান, সাং- বার পাকিয়া থানাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল’কে ১০০
(একশত) পিস ইয়াবা, ০১টি মোটর সাইকেল ও নগদ ৮,০০০ টাকা সহ
হাতেনাতে গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ
করলে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক,
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে
সরবরাহ করে আসছে। ধৃত আসামী টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা এলাকাসহ
আশপাশ থানা এলাকায় মোটর সাইকেল যোগে বিভিন্ন মাদক সেবীদের
নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে
উদ্বুদ্ধ করে আসছে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায়
একটি মামলা দায়ের করা হয়েছে।

তারিখঃ ১০/০৩/২০২১ ইং মোঃ এরশাদুর রহমান
সহকারী পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল