র্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের প্রাচীন কষ্ঠিপাথর সহ ৩ জন গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
বুধবার ০২/০৬/২০২১ তারিখ রাতের শেষ প্রহরে ০৪.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোŦ মশিউর রহমান,পিএসসি এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন ১২ নং ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড এর চৌপুকুরিয়া গ্রামস্থ হাসিদুল মেম্বারের বসত বাড়ীতে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রতœতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) কালো রংয়ের মূর্তিটির ওজন ৩৬.৫ (ছত্রিশ কেজি পাঁচশত গ্রাম) কেজি ,মূর্তিটির দৈঘ্য ০২ ফুট ০৬ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ০২ ইঞ্চি। অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয় -বিক্রয় এর সময় চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হতে ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), পিতা- বিরেন চন্দ্র সরকার, ২। মোঃ শামিম তালুকদার (৩২), পিতা- আবুল তালুকদার, উভয় সাং বেলতা, ৩। মোঃ বেলায়েত প্রামানিক (৩২), পিতা- আয়োজদি প্রামানিক, সাং- বিয়াস পাড়া, সর্ব থানা- সিংড়া, জেলা-
নাটোর।
গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ,১৯৭৪ এর ২৫ই(১)(অ)/২৫উ ধারায় মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের প্রতারক ও চোরাকারবারী বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , প্রতারক ,অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সূত্র ও বিস্তারিত ঃ
মোঃ মোস্তাফিজুর রহমান
সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২০৩