রায়গঞ্জ উপজেলার নব নির্বাচিত ইউপি সদস্য গণের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য গনের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এ শপথ বাক্য পাঠ করান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট ইমরুল হোসেন ইমন তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা নিষ্কৃতি রাণী দাস রায়গঞ্জ থানার অফিসার ইনর্চাস শহিদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার ৯ টি ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান তারা হলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আঃ হান্নান খাঁন, ব্রহ্মগাছা ইউ পি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন।
ধানগড়া ইউ পি চেয়ারম্যান মীর ওবায়দুর রহমান মাসুম, সোনাখাড়া ইউ পি চেয়ারম্যান গোলাম মোস্তফা রিপন, পাঙ্গাসী ইউ পি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু, ধামাইনগর ইউ পি চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন, ধুবিল ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল, ঘুড়কা ইউ পি চেয়ারম্যান জিল্লুর রহমান, নলকা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সহ ৯ ইউনিয়নের মোট ১১৭ টি ইউ পি সদস্য ও সদস্যা বৃন্দরা উপস্থিত ছিলেন।