রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে ৭৯বতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 

মাসুদ রেজা, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯ (উনআশি) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ০৩(তিন), মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এর তত্তাবধানে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭৯ (উনআশি) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ০৩(তিন), মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১.মোঃ নাজমুল ইসলাম(২৫) (সুপারভাইজার), পিতা-মোঃ সিদ্দিক তালুকদার, মাতা-মোছাঃ নাজমা বেগম, গ্রাম-ধল্লাবাজার সংলগ্ন ফুটনগর ভুতাপাড়া, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ,২।মোঃ রাসেদ হোসেন(১৯)(হেল্পার), পিতা-মোঃ রমজান আলী,মাতা -মোছাঃ রাশেদা বেগম, গ্রাম-রসুলগঞ্জ(সাহেবডাঙ্গা), থানা-পাটগ্রাম,জেলা-লালমনিরহাট, ৩। মোঃসোহেল (৪০) পিতা- মৃত নান্নু মাস্টার, মাতা-ওলী বেগম, গ্রাম-কাঠগড়া(পলানপাড়া),থানা-আশুলিয়া,জেলা-ঢাকা

রায়গঞ্জ থানার এফআইআর নং-১১/৬০, তারিখ- ১৬ এপ্রিল গ্রেফতারকৃত মোট-০৩ জন আসামীকে ৭৯ (উনআশি) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।