রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০ জন

আহতদের নামপরিচয় জানা যায়নি।

১৩ জুলাই শুক্রবার রাত ১১ টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ১৬ মাইল এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার জানান, রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ১৬ মাইল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।